Tuesday, June 9, 2015

প্রলাপ - ১১৯ - ১২২

প্রলাপ - ১১৯

যত পারো তিক্ততা দাও
আমি হৃদয় পেতে নেব,
মিষ্টিতে মধুমেহের ভয়
তেতো স্বাদ দীর্ঘজীবি

প্রলাপ -১২০

পরীক্ষায় বারবার ফেল করা
ছেলেটির বাহুতে সরস্বতী কবচম্ ছিল 
একটু আগে গাড়ির চাকায় পিষ্ট লোকটির 
অনামিকায় ছিল সংকট মোচন আংটি।


প্রলাপ - ১২১

কমিশন মানে 
জনতার কন্ঠরোধী সাইলেন্সার, 
কমিশন মানে ধামাচাপা দেয়া 
শত্রুর হাতিয়ার।

প্রলাপ- ১২২

বুকের পাজরগুলো 
আরো কোমল করে তুলো
চাপাতি ভোতা হয়ে যাবে আপনি, 
চলুক ব্লগিং.....।

No comments:

Post a Comment

Name: