Tuesday, December 23, 2014

ভোটর গান

নেতা বারইছইন ভোট ভিক্ষাত     
দাদা দিদিরে কইতরা
রসাইয়া গান বান্দিছইন
হুরুত্তাইনতে নাচিতরা।

ইবার দাদায় ভোট দিতা নায়
দিদিয়েও গাইতরা অউ গান
নেতামাশয় নাছোড়বান্দা
ভোট লাগবউ তান।

বছরে বছরে ভোট দিয়া
লাব অয়না কুনতা
বেড়ায় ধান খাইলায়
দুখ কিগুয়ে হুনতা।

নেতায় কইতরা লাস্ট চান্স
দিয়া দেখিলাও তানরে
দিদিয়ে কইতরা হেসর দাও অ
মারিয়া খাইতায় হকলে।

মিঠা কথা বউত হুনছি 
পাইছি হাওয়াত বউত্তা
যেতা দিবার আগে দিলাও
হেষে করমু করার যেতা।

গণতন্ত্র বাতাসে লড়ের
লাগছে টেকার খেলা
ভোট দেওয়াত একজনও নাই
টেকায় মিলে মেলা।     (২৫/০১/২০১৩)

Monday, December 8, 2014

প্রলাপ - ১০৮, প্রলাপ - ১০৯, প্রলাপ - ১১০

প্রলাপ - ১০৮
নিশিকুটুম্বেরাও আইনজীবীদের মত
কর্মস্থলে কালো পোশাক পরে।

প্রলাপ - ১০৯
চৌরাস্তার মোড়ে অথবা বাসস্টপের পাশে
যে ছেলেটি রোজ পেঁয়াজী,
পোকড়া, গরম চাট বিক্রি করে
সে কখনই ক্রেতাদের মন যোগাতে পারে না।


প্রলাপ - ১১০

পৃথিবীর সবচেয়ে সহজ মিথ্যা
দুষ্কৃতির প্রতি পুলিশের আশ্বাস
সব স্বীকার করে নিলে ছেড়ে দেওয়া হবে।

Monday, December 1, 2014

প্রলাপ - ১০৭


ক্রিকেট হউক বা না হউক
কিস্যু আসে যায় না
বেটিংটা তো চলবে ইচ্ছেখুশি,
চলুন শুভ্র নিশান উড়িয়ে
বলি জয় শ্রী বিসিসিআই।

প্রলাপ - ১০৬

কবিদের হাজারটা প্রেমিক প্রেমিকা
বড্ড সাধ ছিলো কবি হব
পারলাম কই...!!!

আরো একটি জন্মদিন আরো একটি সূর্যাস্ত


লঙ্গাইর জলে আরো একটিবার
সূর্য ডুবে যাওয়ার পর যখন
পেছন ফিরে দেখি –
ধু ধু অন্ধকার অমসৃণ পথ ধরে
ধেয়ে আসে অসমাপ্ত পেট তাগিদের কাজেরা
কিছু মূর্ছিত ফুল, কিছু অচেনা মুখ
কিছু অসুখ অসুখ মাখা সূখ চেয়ে থাকে করুণ দৃষ্টিতে
ইচ্ছে হয় মুছে ফেলি সব যন্ত্রণার অতীত,
শুধু আজকের দিনটাকেই
আকড়ে ধরি বুকের ভেতর।
(২৯-১১-১৪)