Tuesday, December 31, 2013

প্রলাপ - ৭২



কাউকে জন্মদিন জীজ্ঞেস করলে
যদি উত্তর আসে
ইংরেজি বর্ষের প্রথম দিন,
আপনি ধরে নিতেই পারেন 
লোকটি মিথ্যেবাদী।

বর্ষবরণ

বর্ষবরণ 

বাইরে অজস্র বাজি পুড়ছে;
মনে হচ্ছে আজ দেওয়ালী, 
অবুঝ পাখির রক্তে কিছুক্ষণ আগে পিচ্ছিল হয়ে গেছে হাত 
নেশাগ্রস্ত কিছু টালমাটাল শরীর গড়িয়ে পড়ছে রাস্তার পাশে... 
কিছু বাৎসরিক বন্ধুর সাথে 
শুভেচ্ছা বিনিময় করতে করতে 
সমঝে নিলাম এটা নববর্ষ। 
(রাত ১২টা, ১/১/১৪)

Sunday, December 15, 2013

একটি ভোরের অপেক্ষায়

তুমি আমার কেউ নও
তবু যখন দেখতে পাই
তোমার শরীরটা কেটেকুটে রক্তাক্ত করে দিচ্ছে ধর্মাসুরের দল
তখন কেন জানি আমারো ইচ্ছে হয়
তোমার জন্য চিৎকার করি;
তোমার জন্য লড়াই করি;
হাতিয়ার তুলে নেই হাতে।

তুমি আমার কেউ নও
তবু কোথায় নেয এক অদৃশ্য
নাড়ির টান অনুভব করি তোমার সাথে
আর তাই তোমার থেতলে যাওয়া মুখটা
আমার চোখে যখন ভেসে উঠে
তখন আমারো ইচ্ছে হয়
তোমার জন্য কলম ধরি;
নিংড়ে দেই শরীরের শেষ রক্তবিন্দুও

তুমি আমার কেউ নও 
তবু এখনো মনে আছে
একদিন তোমার গল্প শুনতে শুনতেই
আমি হাটি হাটি পা পা থেকে আজ পূর্ণাঙ্গ এক যুবক
আর তাই আজ যখন দেখি
ক্ষতবিক্ষত সন্তানের শোকে তোমার চোখের জল শুকিয়ে গেছে
আমারও ইচ্ছে হয় ছুটে যাই তোমার কাছে
ভেঙ্গে চৌচির করে ফেলি কাঁটাতার;
মুছে দেই সীমান্তের ভেদ চিহ্ন।

তুমি আমার কেউ নও
তবু কেন জানি প্রতিনিয়ত এক অমোঘ আকর্ষণ
তোমার কাছে আমাকে বারবার টেনে নেয়
আর তাই আমিও
প্রতিটি ১৫ ডিসেম্বরের রাতে অপেক্ষায় থাকি
একটি নতুন ভোরের জন্য
অপেক্ষায় থাকি শ্বাপদ জঞ্জালমুক্ত একটি ভোরের জন্য
একটি নতুন ভোর; সব ঠিকঠাক আর শুধু ভালোবাসাবাসী।

প্রলাপ - ৭১

আমার দুটো দেশ,
আমার দুটো স্বাধীনতা দিবস,
আমার একটি হৃদয়
ভালোবেসে যাবো নিরন্তর।

Saturday, December 14, 2013

চন্দ্রিমা - ২

তুমি পাশে নেই বলেই আমার
সূর্যোদয়  সূর্যাস্ত হয়ে
কখন জানি আবার  সূর্যোদয়ে চলে যায়
আমি বুঝতেই পারি না।
বুঝতে পারি না আকাশের তারা গুণতে গুণতে
চাঁদের আলো পাড়ি দিতে দিতে
লক্ষ্যহীন মেঘের সাথে ভাসতে ভাসতে
দৈনিক ঘানি টানতে টানতে
ঠিক কতটা সময় পেরিয়েছি। 

তুমি হয়তো দিগন্তের অপারে কোথাও
ঝির ঝিরে বৃষ্টি আর হিমেল বাতাস
গায়ে জড়িয়ে  অনন্ত সজ্জায় শুয়ে আছো
আর আমি -
তোমার ভাবনা নিয়ে বিছানার একপাশে অনিদ্রায় -
আর অন্যপাশে;
ধান ক্ষেতের চাংঘর থেকে ভেসে আসা
শুকর তাড়ানো চাষীদের হাহাকার।

                                                                       

Sunday, December 8, 2013

প্রলাপ - ৬৫ - ৭০



প্রলাপ - ৬৫

বাতাসে কান পাতলেই আজকাল
ধর্মাসুরের পদধ্বনি শুনি
নাক নিলেই ঝাঝালো সাম্প্রদায়িক গন্ধ।
আমি শুধু চেয়ে দেখি রোজ
মানচিত্র ভেঙ্গে চৌচির হয়ে যায়;
ডুবে কাদায় মানুষ অহরহ।  

প্রলাপ - ৬৬

নির্দল করে করে
চলেই তো যাচ্ছিল বেশ,
একদিন চোখ মেলতেই দেখি
অজান্তেই ঢুকে গেছি
কোন এক দলে আমিও।

প্রলাপ - ৬৭

হাত পিঠে রাখলেই মরম স্পর্শ
পা ঠেকালেই লাথি,
ডান হাত দিলে চল হ্যান্ডশেক করি
বাম দিলে, হাতটা সরাও
ছিঃ নোংরা তুমি
এভাবেই প্রতিদিন নিজের সাথেই
করে যাই হেলাফেলা!

কখনো ভাবি সাম্যবাদ;
সমতা, এগুলো নিছক কয়টী বর্ণ সমষ্টি মাত্র
এরচেয়ে আর বেশি কিছু নয়।


প্রলাপ - ৬৮

কোন এক অজ পাড়া গায়
নেতা, পাতিনেতার পায়ের ধূলো পড়লেই
বুঝে নিতে হবে ভোট উৎসব আসন্ন।

প্রলাপ - ৬৯

ঈশ্বর ঈশ্বর বলে যতই চেঁচামেচি করি
আমরা আসলেই এক একটা আস্তো নাস্তিক।
  
প্রলাপ - ৭০


কেজরিওয়াল কেজরিওয়াল কেজরিওয়াল
আম জনতার চোখের মণি
ভ্রষ্টাচারের বক্ষভেদী তীব্র আলোক মশাল।


ম্যারিনা বিচ



হেমন্তের দ্বিপ্রহরে - ম্যারিনা বিচ
মৃত-জীবিত ঝিনুক আর শঙ্খ মিশ্রিত
বালুকাময়
রঙ বেরঙ্গের পোশাক পরিহিত মানুষ,
হকারের পশরা,
ভাজা পমফ্রেটের উৎকট গন্ধ নিয়ে
উত্তপ্ত, অস্থির।

তবু সীমাহীন জঞ্জাল, অসংখ্য দুঃখ নিয়েও
তুমি সুন্দরী ম্যারিনা বিচ


তখন অপারে দূরে কোথাও
অন্ধকার ছায়ার মতন শান্তি নামে
নাভিশ্বাস হয়ে।